সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীর দশমিনায় শহীদ জিহাদের কবর জিয়ারত করেন সমন্বয়ক হাসনাত
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
শ্বশুরবাড়ি বেড়াতে এসে শহীদ জিহাদের কবর জিয়ারত করলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
পটুয়াখালী দশমিনায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে (রোববার ১৭ নভেম্বর) ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে জিহাদের পরিবারের খোঁজখবর হাসনাত।
হাসনাত আবদুল্লাহ,উপজেলার শাহাবুদ্দিন মাস্টারের ছোট মেয়েকে বিয়ে করেছেন, এই প্রথমবার শ্বশুরবাড়ি সফরে আসেন।
এসময় হাসনাত বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা আন্দোলনের মাধ্যমে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করব এবং একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন করতে চাই।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা, হামলা, ও জুলুম চালিয়েছে।
আহতদের সুচিকিৎসা এবং নিহতদের জন্য জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন শহীদ জিহাদের বাবা নূরু হোসেন মোল্লা, চাচা রুহুল আমিন মোল্লা, বড় ভাই জিন্নাত মোল্লা, চাচা আল-আমিন মোল্লা, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফকরুজ্জামান বাদল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বশারসহ ছাত্রদলের সদস্যরা।