পদোন্নতির দাবিতে নোয়াখালীতে সাধারণ শিক্ষা ক্যাডারদের মানববন্ধন
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২ থেকে ৩৭তম ব্যাচের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও (এঙ) জারির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং প্রেসক্লাবের শহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, নোয়াখালী জেলা ইউনিট।
সংগঠনের সদস্য সচিব আজগর হোসাইনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলাইমান, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন, সেনবাগ সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক ফারহানা ইয়াসমিন এবং চৌমুহনী সালেহ আহমদ কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলমসহ জেলার বিভিন্ন সরকারি কলেজের প্রভাষকবৃন্দ।
বক্তারা বলেন, সরকার আসে, সরকার যায়, কিন্তু শিক্ষাক্ষেত্রে বৈষম্যের অবসান হয় না। যোগ্য প্রভাষকরা বছরের পর বছর পদোন্নতির অপেক্ষায় আছেন। ৫ বছরের পদোন্নতি পেতে এখন ১২ বছরও লেগে যাচ্ছে— যা শুধু বৈষম্য নয়, সামাজিকভাবে হেয় করার শামিল। তারা দাবি জানান, দ্রুততম সময়ে পদোন্নতি সংক্রান্ত সভা সম্পন্ন করতে হবে, আগামী ১২ নভেম্বরের মধ্যে ৩৭তম ব্যাচ পর্যন্ত সব যোগ্য প্রভাষককে ভুতাপেক্ষ পদোন্নতির জিও জারি করতে হবে, সুপারনিউমারির পদ সৃষ্টি করে পদোন্নতি নিশ্চিত করতে হবে; এবং শিক্ষা ক্যাডারের পদোন্নতি সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুত পদ আপগ্রেডেশন করতে হবে।
বক্তারা আরও সতর্ক করে বলেন, দাবিগুলো বাস্তবায়িত না হলে আগামী ১৬ নভেম্বর থেকে ঘড় চৎড়সড়ঃরড়হ ঘড় ডড়ৎশ কর্মসূচি পালনসহ লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হবে। চাহিদা বাস্তবায়নে না হলে সারা দেশে সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
















