পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার
- আপডেট সময় : ১০:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
এবারে ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের ভিড় বাড়বে কক্সবাজারে তা আঁচ করা গিয়েছিলো আগেই।
বলা হয়েছিলো ঈদের ছুটির সঙ্গে একিভূত হয়েছে বৈশাখ তথা বাংলা নববর্ষের ছুটি। লম্বা ছুটির সুযোগে পরিবাজন নিয়ে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন অনেকেই।
ঈদের দিন থেকেই চট্টগ্রাম কক্সবাজারে পর্যটকের ভিড় জমে। সময়ের সঙ্গে সেটি আরও বাড়তে থাকে। শুক্রবার (১২ এপ্রিল) বিকাল পর্যটন শহর কক্সবাজার পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে।
সমুদ্র সৈকতে মনের আনন্দে ঘুরে বেড়ানো এবং সমুদ্র স্নানে মেতে ওঠে সব বয়সের মানুষ। ফলে পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের মুখে হাসি ফটেছে। যদিও কক্সবাজার-কুয়াকাটায় পর্যটকদের হয়রানির অভিযোগ রয়েছে।
এই মৌসুমে কক্সবাজারে পর্যটকদের সমাগমে এতো বেশি বলে ধারণা করা হচ্ছে, যা অতীতের সকল রেকর্ড ভেঙ্গ হবে। প্রচন্ড খড়তাপের তোয়াক্কা না করে সমুদ্রের নোনাজলে প্রাশান্তি খুঁজে রেয়েছে পর্যটকরা। তাতে খুবই উৎফুল্ল কক্সবাজারে আসা পর্যটকরা।
এবারেও পর্যটন জোনের নামী হোটেল ওশান প্যারাডাইস লিমিটেড তিনদিনের বৈশাখী মেলার আয়োজন করছে। তাতে নববর্ষের স্বাদ পাবেন পর্যটকরা।