ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

পাটকেলঘাটা-শালিখা কলেজ পর্যন্ত সড়ক খানা খন্দে ভরা

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে আশাশুনি ও পাইকগাছা সিমান্ত শালিখা কলেজ পর্যন্ত দীর্ঘ ২০ কি: মি: রাস্তা খানা খন্দে ভরা। যানবাহনগুলি চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। কোন স্থানে ১০ হাত রাস্তাও ভালো নেই। ২০০০ সালের দিকে এই রাস্তা ছিল কাঁচা মাটি। ২০০১ সালে সংসদ নির্বাচনে তালা কলারোয়া আসন থেকে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব জনগনের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে প্রথমে পাটকেলঘাটা থেকে শালিখা মুড়াগাছা পর্যন্ত ২০ কি: মি: রাস্তার টেন্ডার পাশ করে আনেন। ২০০৩ সালের দিকে কাঁচা মাটির রাস্তা পিচ ঢালাইকরণ করে উন্নিত করন করা হয়। দীর্ঘ ২২ বছরের মধ্যে কত এমপি এই তালা কলারোয়ায় রদ বদল হয়েছে কিন্তু এই রাস্তার কোন রদ বদল হয়নি। ২০ কি: মি: রাস্তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে প্রায় ২০টির মত। কলেজ রয়েছে ২টি। কোমলমতি ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে বাইসাইকেল যোগে যাতায়াত করে অতি কষ্টে। এছাড়া মটরভ্যান, ইঞ্জিন ভ্যান, আলম সাধু, ইজিবাইক, মটরসাইকেল চালকরা যাত্রী নিয়ে চলাচল করছে ঝুঁকির সাথে। মাঝে মধ্যে যানবহনের এক্সেল ভেঙ্গে, টায়ার ছিড়ে রাস্তার মাঝখানে চালক মাথায় হাত দিয়ে চিন্তায় ভেঙ্গে পড়ে। দক্ষিণ অঞ্চল পাইকগাছা, আশাশুনি, তালা মুড়াগাছা, হরিহরনগর, বাকা বাজারের বড় বড় ব্যবসায়ীরা মালামাল আনা নেওয়ার জন্য আসতে হয় পাটকেলঘাটায়। এছাড়া দৈনিক হাজার যাত্রীদের চলাচলের একমাত্র এই রাস্তা। ২০ কি: মি: রাস্তার মধ্যে ছোট খাট ৮টি বাজার রয়েছে। বলরামপুর, মাগুরা, জেঠুয়া, শ্রীমন্তকাটি, একচড়ের বাজার, মুড়াগাছা ও হরিহরনগরের বাজার। এই ২২ বছরের মধ্যে রাস্তার পিচ খোয়া উঠে গিয়ে হয়েছে বড় বড় গর্ত। ২০ কি: মি: রাস্তা সংস্কারের জন্য তালার উপ-সহকারী প্রকৌশলী মামুন আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইসলামকাটি থেকে মাগুরা পর্যন্ত রাস্তার মাপ হয়েছে অতি দ্রুত কাজ শুরু হবে। এছাড়া আরও ৮টি রাস্তার বাজেট হয়েছে খুব দ্রুত সেগুলোর দিকেও আমরা অগ্রসর হব।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাটকেলঘাটা-শালিখা কলেজ পর্যন্ত সড়ক খানা খন্দে ভরা

আপডেট সময় :

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে আশাশুনি ও পাইকগাছা সিমান্ত শালিখা কলেজ পর্যন্ত দীর্ঘ ২০ কি: মি: রাস্তা খানা খন্দে ভরা। যানবাহনগুলি চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। কোন স্থানে ১০ হাত রাস্তাও ভালো নেই। ২০০০ সালের দিকে এই রাস্তা ছিল কাঁচা মাটি। ২০০১ সালে সংসদ নির্বাচনে তালা কলারোয়া আসন থেকে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব জনগনের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে প্রথমে পাটকেলঘাটা থেকে শালিখা মুড়াগাছা পর্যন্ত ২০ কি: মি: রাস্তার টেন্ডার পাশ করে আনেন। ২০০৩ সালের দিকে কাঁচা মাটির রাস্তা পিচ ঢালাইকরণ করে উন্নিত করন করা হয়। দীর্ঘ ২২ বছরের মধ্যে কত এমপি এই তালা কলারোয়ায় রদ বদল হয়েছে কিন্তু এই রাস্তার কোন রদ বদল হয়নি। ২০ কি: মি: রাস্তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে প্রায় ২০টির মত। কলেজ রয়েছে ২টি। কোমলমতি ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে বাইসাইকেল যোগে যাতায়াত করে অতি কষ্টে। এছাড়া মটরভ্যান, ইঞ্জিন ভ্যান, আলম সাধু, ইজিবাইক, মটরসাইকেল চালকরা যাত্রী নিয়ে চলাচল করছে ঝুঁকির সাথে। মাঝে মধ্যে যানবহনের এক্সেল ভেঙ্গে, টায়ার ছিড়ে রাস্তার মাঝখানে চালক মাথায় হাত দিয়ে চিন্তায় ভেঙ্গে পড়ে। দক্ষিণ অঞ্চল পাইকগাছা, আশাশুনি, তালা মুড়াগাছা, হরিহরনগর, বাকা বাজারের বড় বড় ব্যবসায়ীরা মালামাল আনা নেওয়ার জন্য আসতে হয় পাটকেলঘাটায়। এছাড়া দৈনিক হাজার যাত্রীদের চলাচলের একমাত্র এই রাস্তা। ২০ কি: মি: রাস্তার মধ্যে ছোট খাট ৮টি বাজার রয়েছে। বলরামপুর, মাগুরা, জেঠুয়া, শ্রীমন্তকাটি, একচড়ের বাজার, মুড়াগাছা ও হরিহরনগরের বাজার। এই ২২ বছরের মধ্যে রাস্তার পিচ খোয়া উঠে গিয়ে হয়েছে বড় বড় গর্ত। ২০ কি: মি: রাস্তা সংস্কারের জন্য তালার উপ-সহকারী প্রকৌশলী মামুন আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইসলামকাটি থেকে মাগুরা পর্যন্ত রাস্তার মাপ হয়েছে অতি দ্রুত কাজ শুরু হবে। এছাড়া আরও ৮টি রাস্তার বাজেট হয়েছে খুব দ্রুত সেগুলোর দিকেও আমরা অগ্রসর হব।