ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

পাথরঘাটায় নৌবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেল ২ শতাধিক মানুষ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ১৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বরগুনার পাথরঘাটায় একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
স্থানীয় পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় এই ক্যাম্পে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চিকিৎসাসেবা নিবেন। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন। রোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্রও।
ক্যাম্পে উপস্থিত স্থানীয় ইমাম হোসেন নাহিদ জানান, এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশির্বাদ।
এখানে চিকিৎসা নিতে আসা আবদুল্লাহ জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। এছাড়াও সেখানে গিয়ে ১০ টাকার টিকিট কেটে দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক পাতা নাপা আর একপাতা এন্টাসিড ছাড়া কিছুই পাইনা। সব রোগের একই ঔষধ দেয়। আর এখানে তারা ফ্রিতে অনেক ঔষধ বিতরণ করছে।
বাংলাদেশ নৌবাহিনীর খুলনা হাসপাতালের সার্জন ডাঃ লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মোসাদ্দেকুল ইসলাম (বিএন) জানান, পাথরঘাটার বয়স্করা ব্যাথা ও এলার্জি জনিত রোগে বেশি আক্রান্ত। এছাড়াও সিজনাল ফ্রুতে আক্রান্ত রোগীর চিকিৎসা নিতে বেশি আসছে। তাদেরকে বিভিন্ন পরামর্শের পাশাপাশি ফ্রিতে ঔষধ বিতরণ করা হচ্ছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরঘাটায় নৌবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেল ২ শতাধিক মানুষ

আপডেট সময় :
সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বরগুনার পাথরঘাটায় একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
স্থানীয় পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় এই ক্যাম্পে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চিকিৎসাসেবা নিবেন। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন। রোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্রও।
ক্যাম্পে উপস্থিত স্থানীয় ইমাম হোসেন নাহিদ জানান, এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশির্বাদ।
এখানে চিকিৎসা নিতে আসা আবদুল্লাহ জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। এছাড়াও সেখানে গিয়ে ১০ টাকার টিকিট কেটে দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক পাতা নাপা আর একপাতা এন্টাসিড ছাড়া কিছুই পাইনা। সব রোগের একই ঔষধ দেয়। আর এখানে তারা ফ্রিতে অনেক ঔষধ বিতরণ করছে।
বাংলাদেশ নৌবাহিনীর খুলনা হাসপাতালের সার্জন ডাঃ লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মোসাদ্দেকুল ইসলাম (বিএন) জানান, পাথরঘাটার বয়স্করা ব্যাথা ও এলার্জি জনিত রোগে বেশি আক্রান্ত। এছাড়াও সিজনাল ফ্রুতে আক্রান্ত রোগীর চিকিৎসা নিতে বেশি আসছে। তাদেরকে বিভিন্ন পরামর্শের পাশাপাশি ফ্রিতে ঔষধ বিতরণ করা হচ্ছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।