পাহাড়ি দূর্গম এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী
- আপডেট সময় : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রামে স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছে। বিশেষ করে দূর্গম এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
০৮ ফেব্রুয়ারি (বৃহষ্পতিবার) দুপুরে বান্দরবান সদর উপজেলার দূর্গম চিম্বুক এলাকায় চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,রিজিয়ন কমান্ডার, বান্দরবান সেনা রিজিয়ন।
এসময় তিনি আরো বলেন, দূর্গম এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার্জনে বেশি আগ্রহী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকের এই আয়োজন চলমান কর্মকান্ডের একটি অংশমাত্র। ইতোমধ্যে পাহাড়ি দূর্গম এলাকার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীর পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করেছি। এছাড়াও বেসরকারী যেসব স্কুলে শিক্ষক সংকট রয়েছে সেখানে আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি। যাতে করে দূর্গম এলাকার কোমলমতি ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম বন্ধ না হয়। শুধু শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ নয়, স্কুলের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় জনসাধারণের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান লুম্বিনী লি: এর মালিক অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল, জোন কমান্ডার লে: কর্ণেল এসএম মাহামুদুল হাসান, ৬৯ ব্রিগেড এর ভারপ্রাপ্ত জিএসও২ ক্যাপ্টেন আব্দুল মান্নানসহ, চিম্বুক এলাকার হেডম্যান, কারবারীসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও তিন জন শিক্ষককে শীতের জ্যাকেট দেয়া হয়।