ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

পুড়ে যাওয়া ঘর মেরামতে মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে

পুড়ে যাওয়া ঘর মেরামতে মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাগেরহাট উপজেলার মোল্লাহাটে পুড়ে যাওয়া ঘর মেরামতে অনুদান দিল মানবিক সংগঠন মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশন।

সম্প্রতি মোল্লারহাট ৬নং কোদালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কোদালিয়া গ্রামের পূর্ব দক্ষিণ পাড়ার বাসিন্দা মোঃ আতিয়ার রহমানের একটি ঘর আগুনে পুড়ে যায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুড়ে যাওয়া ঘরটি মেরামত করতে রোববার ( ৭ জুলাই) নগদ অর্থ প্রদান করে মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশন।

ঘর মেরামতের নগদ সহায়তা পেয়ে আবেগ-আপ্লুত আতিয়ার রহমান। মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশন প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমাদের ঘরটি পুড়ে যাওয়ার পর যখন চারদিকে অন্ধকার দেখছিলাম তখন এই সংগঠনটি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ইসলামী শরিয়া ভিত্তিক সংগঠন এর উদ্যেশ্য হল শুধুমাত্র অসহায় হতদরিদ্র ও বিভিন্ন ইসলামিক কাজে সহযোগিতা করা। এই সামাজিক সংগঠনটি ইতোপূর্বে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ড করে আসছে।

সংগঠনটির সেবা শুধু সরসপুর গ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয়, পার্শ্ববর্তী গ্রামগুলোতেও প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রম বিস্তৃত। সংগঠনটির সহ-সভাপতি মো. হাফিজুর রহমান (হাফিজ) বলেন, দিন দিন এই প্রতিষ্ঠানের সেবামূলক কাজের পরিধি এবং কাজের এলাকা সম্প্রসারিত হচ্ছে।

সংগঠনটি যখন যাত্রা শুরু করেছিল, তখন হয়তো বছরে একটা সেবামূলক কাজ হাতে নিতে পারতো। কিন্ত বর্তমানে বছরে ৪/৫ টি সেবামূলক কাজ করছে। সংগঠনটির সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকে এবং আরো বেশি বেশি সেবামূলক কাজ করতে পারে, অসহায় ও দরিদ্র মানুষের বিপদে সহযোগিতার হাত প্রসারিত করতে পারে।

সংগঠনটির পাশে দাড়াতে সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানালো হয়। আপনাদের এই সহযোগিতা বা শুভ দৃষ্টি আমাদের মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশনকে আরো উৎসাহিত করবে এবং কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুড়ে যাওয়া ঘর মেরামতে মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান

আপডেট সময় : ০১:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

 

বাগেরহাট উপজেলার মোল্লাহাটে পুড়ে যাওয়া ঘর মেরামতে অনুদান দিল মানবিক সংগঠন মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশন।

সম্প্রতি মোল্লারহাট ৬নং কোদালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কোদালিয়া গ্রামের পূর্ব দক্ষিণ পাড়ার বাসিন্দা মোঃ আতিয়ার রহমানের একটি ঘর আগুনে পুড়ে যায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুড়ে যাওয়া ঘরটি মেরামত করতে রোববার ( ৭ জুলাই) নগদ অর্থ প্রদান করে মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশন।

ঘর মেরামতের নগদ সহায়তা পেয়ে আবেগ-আপ্লুত আতিয়ার রহমান। মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশন প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমাদের ঘরটি পুড়ে যাওয়ার পর যখন চারদিকে অন্ধকার দেখছিলাম তখন এই সংগঠনটি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ইসলামী শরিয়া ভিত্তিক সংগঠন এর উদ্যেশ্য হল শুধুমাত্র অসহায় হতদরিদ্র ও বিভিন্ন ইসলামিক কাজে সহযোগিতা করা। এই সামাজিক সংগঠনটি ইতোপূর্বে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ড করে আসছে।

সংগঠনটির সেবা শুধু সরসপুর গ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয়, পার্শ্ববর্তী গ্রামগুলোতেও প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রম বিস্তৃত। সংগঠনটির সহ-সভাপতি মো. হাফিজুর রহমান (হাফিজ) বলেন, দিন দিন এই প্রতিষ্ঠানের সেবামূলক কাজের পরিধি এবং কাজের এলাকা সম্প্রসারিত হচ্ছে।

সংগঠনটি যখন যাত্রা শুরু করেছিল, তখন হয়তো বছরে একটা সেবামূলক কাজ হাতে নিতে পারতো। কিন্ত বর্তমানে বছরে ৪/৫ টি সেবামূলক কাজ করছে। সংগঠনটির সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকে এবং আরো বেশি বেশি সেবামূলক কাজ করতে পারে, অসহায় ও দরিদ্র মানুষের বিপদে সহযোগিতার হাত প্রসারিত করতে পারে।

সংগঠনটির পাশে দাড়াতে সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানালো হয়। আপনাদের এই সহযোগিতা বা শুভ দৃষ্টি আমাদের মোহাম্মদ আলী ইসলামী কল্যাণ ফাউন্ডেশনকে আরো উৎসাহিত করবে এবং কাজ করার অনুপ্রেরণা যোগাবে।