ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo জনতার বিক্ষোভে পুলিশ অবরুদ্ধ Logo পাথরঘাটায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতামূলক আন্দোলন Logo সাভারে বাবাকে হত্যার পর মেয়ের আত্মসমর্পণ Logo বদলগাছীতে ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার Logo সিরাজগঞ্জের বেলকুচিতে অ্যালকোহল পানে দু’জনের মৃত্যু Logo ঔষধ কোম্পানির দৌরাত্ম্য নওগাঁর রোগীদের কাছে দিনদিন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে Logo ভারতীয় হামলার কঠোর জবাব দিলো পাকিস্তান Logo খালেদা জিয়ার দেশে ফেরা, রাজনীতিতে নয়া মেরুকরণ Logo কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তীতে বর্ণিল সাজে সেজেছে রবীন্দ্র কাছারিবাড়ি শাহজাদপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন Logo মানবিক করিডোরের চেয়ে রাখাইনে সেফ জোন করলে  রোহিঙ্গা সংকট কাটবে

পূজা নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করবো না: আইজিপি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, পূজা নিয়ে কোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সহ্য করবো না, সহ্য করছি না। এরই মধ্যে গুটিকয়েক ছোট ছোট ঘটনার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, আইনি প্রদক্ষেপ গ্রহণ করেছি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে এদিন তিনি শ্রী শ্রী বলদেব জিউর আখড়া পরিদর্শনে যান।

আইজিপি বলেন, পূজা নিয়ে অনেকের মনে শঙ্কা ছিল। সেই শঙ্কা দূর করে সম্প্রীতির বাংলাদেশের প্রমাণ এই পূজা উদযাপন। সারাদেশে ৩২ হাজারের অধিক মণ্ডপে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পূজা উদযাপন হচ্ছে। যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করবে, এটা সাংবিধানিক অধিকার।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, নৌপুলিশ, তিনটি সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। যারা অপতৎরতা চালাতে চায় তারা আমাদের পরীক্ষা করে দেখতে চায় কোনো গ্যাপ আছে কি না। আমরা সজাগ আছি। আমরা সবাই তৎপর, আশা করছি কোথাও কিছু ঘটবে না। যদি কোথাও ঘটে আমরা বলিষ্ঠ প্রদক্ষেপ নেবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. ময়নুল ইসলাম বলেন, এই নারায়ণগঞ্জে তথাকথিত গডফাদারসহ অনেকেই তৎপরতা চালিয়েছে সন্ত্রাসের জনপদ করার জন্য। আমরা সেই গডফাদারদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, সন্ত্রাসকে লালন-পালন করবে, চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করে, তারা যেন এই পথে পা না বাড়ায়। সেই সন্ত্রাসী এখন আর নেই।

আইজিপি বলেন, এই নারায়ণগঞ্জে ত্বকী হত্যার তদন্ত কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। আমরা সেই তদন্ত কার্যক্রম শুরু করেছি। আমাদের সাংবাদিক সাগর-রুনি হত্যার তদন্ত কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ডিজিটাল মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা অপরাধী তারা এই অপতৎপরতা চালিয়ে থাকে। আমরা তাদের আইনের আওতায় আনছি।

এসময় র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পূজা নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করবো না: আইজিপি

আপডেট সময় : ১১:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, পূজা নিয়ে কোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সহ্য করবো না, সহ্য করছি না। এরই মধ্যে গুটিকয়েক ছোট ছোট ঘটনার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, আইনি প্রদক্ষেপ গ্রহণ করেছি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে এদিন তিনি শ্রী শ্রী বলদেব জিউর আখড়া পরিদর্শনে যান।

আইজিপি বলেন, পূজা নিয়ে অনেকের মনে শঙ্কা ছিল। সেই শঙ্কা দূর করে সম্প্রীতির বাংলাদেশের প্রমাণ এই পূজা উদযাপন। সারাদেশে ৩২ হাজারের অধিক মণ্ডপে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পূজা উদযাপন হচ্ছে। যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করবে, এটা সাংবিধানিক অধিকার।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, নৌপুলিশ, তিনটি সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। যারা অপতৎরতা চালাতে চায় তারা আমাদের পরীক্ষা করে দেখতে চায় কোনো গ্যাপ আছে কি না। আমরা সজাগ আছি। আমরা সবাই তৎপর, আশা করছি কোথাও কিছু ঘটবে না। যদি কোথাও ঘটে আমরা বলিষ্ঠ প্রদক্ষেপ নেবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. ময়নুল ইসলাম বলেন, এই নারায়ণগঞ্জে তথাকথিত গডফাদারসহ অনেকেই তৎপরতা চালিয়েছে সন্ত্রাসের জনপদ করার জন্য। আমরা সেই গডফাদারদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, সন্ত্রাসকে লালন-পালন করবে, চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করে, তারা যেন এই পথে পা না বাড়ায়। সেই সন্ত্রাসী এখন আর নেই।

আইজিপি বলেন, এই নারায়ণগঞ্জে ত্বকী হত্যার তদন্ত কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। আমরা সেই তদন্ত কার্যক্রম শুরু করেছি। আমাদের সাংবাদিক সাগর-রুনি হত্যার তদন্ত কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ডিজিটাল মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা অপরাধী তারা এই অপতৎপরতা চালিয়ে থাকে। আমরা তাদের আইনের আওতায় আনছি।

এসময় র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।