ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

মায়ের জানাজা ও লাশ দাফন

প্যারোলে মুক্তি সাংবাদিক দম্পতি শাকিল-রুপা

হালিম মোহাম্মদ
  • আপডেট সময় : ২০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা। ১১ জুন বুধবার সন্ধ্যায় তারা প্যারোলে মুক্তি পেয়েছেন। মায়ের জানাজা শেষে তাদেরকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হবে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে ময়মনসিংহে রুপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছে বলে কারা অধিদপ্তর ডিআইজি ঢাকা বিভাগের জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন। হোসনে আরা বেগমের জানাজা বুধবার অর্থ্যাৎ আজ রাত ৯টায় ময়মনসিংহ জেলা শহরের ঘাগড়া গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফারজানা রূপার ভাগ্নে নবনীল সরকার জানিয়েছেন, ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদ আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার এবং হাই সিকিউরিটি কারাগার থেকে বের হয়েছেন। এ সময় তাদের নিরাপত্তায় দুই প্লাটুন পুলিশ ও একজন ডেপুটি জেলার একজন কারা হাবিলদার ও ২ জন পুরুষ এবং ২ জন মহিলা কারারক্ষী রয়েছেন। তাদেরকে পৃথক ভাবে সতর্কাবস্থায় দুটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়েছে। তারা ময়মনসিংহের গ্রামের বাড়ির পথে আছেন এখন। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ ঘাগড়া গ্রামের বাড়িতে হোসনে আরা বেগম (৮০) মারা যান বলে জানান নবনীল।
কারা কর্তৃপক্ষ জানায়, সাংবাদিক ফারজানা রুপার মা মারা গেছেন। তাঁর মায়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা রুপা ও তাঁর স্বামী শাকিল আহমেদকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, সন্ধ্যা ৬টায় তারা মুক্তি পেয়েছে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একই সময়ে শাকিল আহমেদও মুক্তি পেয়েছে। কত ঘণ্টার জন্য মুক্তি পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, তার মায়ের জানাজা এবং দাফন ও আনুষ্ঠানিকতা শেষে তাদের কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে। তাদেরকে রাতেই স্থানীয় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ন্যস্ত করা হবে। সেখানেই তারা আপাতত থাকবেন। সময় সুযোগ মত কারা কর্তৃপক্ষ তাদেরকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে আসবেন বলে জানান কারা কর্মকর্তা।
একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
শাকিল আহমেদ বার্তা প্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। গত ৮ আগস্ট তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২১ আগস্ট তাঁদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় ফজলুল করিম নামের একজনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তাঁদের কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মায়ের জানাজা ও লাশ দাফন

প্যারোলে মুক্তি সাংবাদিক দম্পতি শাকিল-রুপা

আপডেট সময় :

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা। ১১ জুন বুধবার সন্ধ্যায় তারা প্যারোলে মুক্তি পেয়েছেন। মায়ের জানাজা শেষে তাদেরকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হবে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে ময়মনসিংহে রুপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছে বলে কারা অধিদপ্তর ডিআইজি ঢাকা বিভাগের জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন। হোসনে আরা বেগমের জানাজা বুধবার অর্থ্যাৎ আজ রাত ৯টায় ময়মনসিংহ জেলা শহরের ঘাগড়া গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফারজানা রূপার ভাগ্নে নবনীল সরকার জানিয়েছেন, ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদ আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার এবং হাই সিকিউরিটি কারাগার থেকে বের হয়েছেন। এ সময় তাদের নিরাপত্তায় দুই প্লাটুন পুলিশ ও একজন ডেপুটি জেলার একজন কারা হাবিলদার ও ২ জন পুরুষ এবং ২ জন মহিলা কারারক্ষী রয়েছেন। তাদেরকে পৃথক ভাবে সতর্কাবস্থায় দুটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়েছে। তারা ময়মনসিংহের গ্রামের বাড়ির পথে আছেন এখন। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ ঘাগড়া গ্রামের বাড়িতে হোসনে আরা বেগম (৮০) মারা যান বলে জানান নবনীল।
কারা কর্তৃপক্ষ জানায়, সাংবাদিক ফারজানা রুপার মা মারা গেছেন। তাঁর মায়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা রুপা ও তাঁর স্বামী শাকিল আহমেদকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, সন্ধ্যা ৬টায় তারা মুক্তি পেয়েছে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একই সময়ে শাকিল আহমেদও মুক্তি পেয়েছে। কত ঘণ্টার জন্য মুক্তি পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, তার মায়ের জানাজা এবং দাফন ও আনুষ্ঠানিকতা শেষে তাদের কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে। তাদেরকে রাতেই স্থানীয় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ন্যস্ত করা হবে। সেখানেই তারা আপাতত থাকবেন। সময় সুযোগ মত কারা কর্তৃপক্ষ তাদেরকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে আসবেন বলে জানান কারা কর্মকর্তা।
একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
শাকিল আহমেদ বার্তা প্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। গত ৮ আগস্ট তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২১ আগস্ট তাঁদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় ফজলুল করিম নামের একজনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তাঁদের কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম চলমান রয়েছে।