সংবাদ শিরোনাম ::
প্রতারক পুলিশের এসআই মানিকের বিচার চান সানজিদা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ৪৪৪ বার পড়া হয়েছে
সাত সাতটি বছর বিয়ের প্রলোভনে কাটিয়ে দিয়েছেন পুলিশের এস আই মানিক। তিনি সানজিদা ওরফে সানজিদা আক্তার। তিনি এখন প্রতারক এস আই মানিকের বিচার চান।
গত ৯ সেপ্টেম্বর ডেমরা থানায় দায়ের করা জিডিতে (নম্বর-আর ১১৩) উল্লেখ করা হয়, সাত বছর সম্পর্কের পর মানিক পালিয়ে যায়। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ৯ সেপ্টম্বর রাত নয়টায় যাত্রাবাড়ি বালুর মাঠে তার দেখা পাওয়ার যায়। সেখান থেকে ডেমরা থানায় যাবার কথা বলে একটি মোটর সাইকেলে কৌশলে পালিয়ে যায়।

বিয়ে করার কথা বলে বছরের পর বছর আমার সঙ্গে প্রতারণা করে এসেছে মানিক। অবসর প্রাপ্ত পুলিশের এস আই মানিকের বিচার চান সানজিদা।