সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান। তিনি দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ইমেরিটাস সম্পাদক।
বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. নাইমুল ইসলাম খানকে তার যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন এবং অন্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকে এই পদটি শূন্য হয়েছিল।