প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও গানের শিক্ষক নিয়োগ বাতিল দাবি
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও সম্প্রতি জারি করা গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মৌলভীবাজার জেলা শাখা। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়Ñবাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, যেখানে সংবিধানের ২(ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছে। সুতরাং আগামী প্রজন্মকে সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। অথচ বর্তমানে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক না থাকায় কোমলমতি শিশুরা কাক্সিক্ষত নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। স্মারকলিপিতে সাম্প্রতিক সময়ে সরকার কর্তৃক গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনকে ধর্মপ্রাণ জনগণের জন্য উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দের মতে, গান শেখানো প্রাথমিক শিক্ষার আবশ্যিক অংশ নয় বরং এটি শিশুদের মধ্যে সাংস্কৃতিক অনুকরণের প্রবণতা বাড়াবে, যা ভবিষ্যতে জাতির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ সময় সংগঠনটি চার দফা দাবি তুলে ধরেÑ ১. দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ। ২. গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল। ৩. শিশুদের নৈতিক ও আদর্শিক শিক্ষা নিশ্চিতে ধর্মীয় পাঠ্যক্রমকে আরো শক্তিশালী ও বাধ্যতামূলক করা। ৪. জাতীয় শিক্ষানীতি প্রণয়নে আলেম সমাজের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি রুহুল-আলম ও সাধারণ সম্পাদক ডা. মাও. জিলুর রহমান হাদীর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। নেতৃবৃন্দ বলেন, সরকার অবিলম্বে ন্যায্য দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশাবাদী। অন্যথায় ধর্মপ্রাণ জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
















