ফরিদপুরে গৃহবধূর ওপর হামলার পর বসতবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

- আপডেট সময় : ১০ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালী থানার মাচ্চর ইউনিয়নে গৃহবধূ দেবী রাণী পালের ওপর হামলার অভিযোগ দায়েরের পরপরই তার বসতবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
ভুক্তভোগী দেবী রাণী পাল (৪০) থানায় লিখিত অভিযোগে জানান, গত ৭ সেপ্টেম্বর বিকেলে জমি ও পারিবারিক বিরোধের জেরে সন্ত্রাসী অলি মোল্লা তার ওপর হামলা চালায়। এ সময় বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে এবং লকারে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের দিনই, অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাতের আঁধারে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তার নতুন বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে গৃহস্থালির মালামালসহ ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. বাবলু সরদার জানান, “৭ সেপ্টেম্বর সকালে জানতে পারি অলি মোল্লা দেবী রাণী পাল ও তার স্বামী প্রেমানন্দ পালের ওপর হামলা চালিয়েছে এবং জীবননাশের হুমকি দিচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখি দেবী রাণীর শরীরে নীলাফোলা জখমের দাগ রয়েছে। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের দিন রাতেই তাদের নতুন ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে আমরা আগুন নেভাতে গেলে অলির হাতে থাকা রামদা দিয়ে কুপানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় অলি মোল্লাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”
খোঁজ নিয়ে জানা গেছে, অলি মোল্লা একাধিক মামলার আসামি। বর্তমানে তিনি জেলহাজতে থাকলেও এলাকাবাসীর শঙ্কা—আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এলে আবারও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করবে।
ভুক্তভোগী দেবী রাণী পাল বলেন, “আমরা এখন ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছি। ন্যায়বিচার পেলে তবেই স্বস্তি ফিরে আসবে।”