ফরিদপুর সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফরিদপুর সদর উপজেলার সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচি, কোতোয়ালি থানা ইনচার্জ মোহাম্মদ মুর্শিদ, আরো বক্তব্য রাখেন চর মাধবদিয়া ইউনিয়ন চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল কৈজুরী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সিদ্দিক ফকির কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা মিয়া , আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ, মাদক সন্ত্রাস , গরু চুরি, যৌতুক, প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া হালনাগাদ ভোটার তালিকায় নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানান হয়। এছাড়া ইউনিয়ন গুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের অবদান রাখার জন্য আহ্বান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।