সংবাদ শিরোনাম ::
ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সুফলভোগী খামারিদের মাঝে ছাগল , মুরগি সহ বিভিন্ন উপকরণ বিতরণ

শাহাবুল আলম, ফরিদপুর
- আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে মানিকগঞ্জ, ঢাকা,মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে ছাগল ও মুরগি বিতরণ করা হয়েছে।
শনিবার ২৪ মে ২০২৫ সকাল ৯ টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রেনিং অফিসার ডাঃ এ কে এম আসজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান জানান, “ফরিদপুর সদর উপজেলায় নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আলিয়াবাদ ,চর মাধবদিয়া, ডিক্রির চর, নর্থ চ্যানেল ইউনিয়ন এর সর্ব মোট ৫৮৩৬ জন সুফলভোগী খামারিদের মাঝে পর্যায়ক্রমে উপকরণ সামগ্রী বকণা গরু, হাঁস, মুরগি, কবুতর, ছাগল, ভেড়া ও পাঠা বিতরণ করা হবে। আজকে ২৫ জন সুফলভোগী খামারিদের মাঝে ২ টি করে ছাগল ও ২৫ জন সুফলভোগী খামারিদের মাঝে ২৫ টি করে সোনালী মুরগি বিতরণ করা হয়েছে। এছাড়াও সুফলভোগী খামারিদের ছাগল ও ভেড়া পালনের ঘর নির্মাণ বাবদ মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ১১০০০ টাকা এবং হাঁস ও মুরগি পালনের ঘর নির্মাণ বাবদ ৮৮০০ টাকা বিতরণ করা হয়েছে।”