ফুলপুরে ২ যুগ পর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে প্রায় ২ যুগ পর ৬নং পয়ারী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ,কে,এম এনায়েতুল্লাহ কালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, একেএম সিরাজুল হক, আমজাদ সরকার, ওয়াজেদুল ইসলাম, কুদরত আলী, আমিনুল ইসলাম তালুকদার, বদরুদ্দোজা আকন্দ নোমান, আদম আলী, হাবিবুর রহমান, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক রকিবুল হাসান সোহেল, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে যুবদল নেতা জাকারিয়া, উপজেলা বিএনপির সদস্য রজব আলী, মাজহারুল ইসলাম নিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















