সংবাদ শিরোনাম ::
ফুলবাড়িতে ঘুষখোর কর্মকর্তার যোগদানের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ৯২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়িতে শিক্ষা কর্মকর্তার প্রত্যাহার এবং ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীসহ স্থানীয়রা। গত মঙ্গলবার দুপুরে ফুলবাড়ি উপজেলা প্রশসান অফিসের সামনে নীলফামারী হতে বদলীকৃত শিক্ষা কর্মকর্তা মো. নুর মোহাম্মদ এর বিরুদ্ধে ফুলবাড়িতে যোগদান ঠেকাতে এ সমাবেশ করেন তারা।
এসময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, সান রেজা বসুনিয়া, আব্দুল হাই, সিদরাতুল সবুজ, মুন সরকার, জেলাল সরকার, মজনু মিয়া সহ অন্যান্য শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়িতে কোনভাবেই ঘুষখোর কর্মকর্তাকে যোগদান করতে দেয়া হবে না। এখানে কোন ঘুষখোর দূর্নীতিবাজদের ঠাই হবে না। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে বলে জানান তারা।
















