ফেনীতে অবৈধ দখল, অর্থদন্ডসহ ৭ দিনের কারাদণ্ড
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
গত ৫ই অক্টোবর -২০২৫ ইং রবিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে প্রাপ্ত খবরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এ্যক্সিকিউটিভ ম্যাজিট্রেট জসিম উদ্দিনের ভ্রাম্যমান আদালত ও ফেনী সদর মডেল থানার চৌকস পুলিশের আভিযানিক দলের সহায়তায় ফেনী শহরের দেওয়ান গন্জের চাড়িপুর এলাকায় সরকারী সন্পদ অবৈধ দখলদার জহিরুল ইসলাম (৩০) পিতা- আমির হোসেন মাতা – রেজিয়া বেগমকে জোর পুর্বক সরকারী ভুমি অবৈধভাবে দখল করে মাটি ভরাটের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্ররণ করেন বিজ্ঞ এ্যক্সিকিউটিভ ম্যাজিট্রেট জসিম উদ্দিন কতৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত ।
এ প্রসঙ্গে উনার নিকট জানতে চাওয়া হলে সহকারী কমিশনার ভুমি ফেনী সদর জসিম উদ্দিন জানান, সরকারী সন্পদ রক্ষা ও সংরক্ষণে (ভুমি) আইন ২০১০ এর আলোকে এবং জেলা প্রশাষনের নির্দেশনায় আমরা সরকারী সন্পদ রক্ষায় আমরা বদ্ধ পরিকর। সরকারী ভুমি অবৈধভাবে দখল দার উচ্ছেদ করে তা অবমুক্ত করণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তা আগামীতেও অব্যহত থাকবে।





















