সংবাদ শিরোনাম ::
ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান পেছনে ট্রাকের ধাক্কা ঘটনাস্থলে চালক নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
এম এ রহমান দুলাল ফেনী জেলা প্রতিনিধি ।
ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, সড়কের পাশে দাড়িয়ে একটি কাভার্ডভ্যানের পেছন থেকে ট্রাকের ধাক্কা দেয়া ট্রাকের ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী।
১৯ নভেম্বর – ২০২৫ ইং বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর সম্রাট মিলের সামনে ঢাকামুখী লেইনে এ ঘটনা ঘটেছে।
নিহত ট্রাকচালকের নাম রিপন মিয়া (৫০)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী এলাকার মোঃ শাহজাহানের পুএ আহত সহকারীর নাম কামাল হোসেন (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বড় কুমিরা এলাকার আবুল হাশেমের পুএ ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরের সম্রাট মিলের সামনে ঢাকামুখী লেইনে একটি কাভার্ডভ্যান ব্রেক করে রাস্তায় দাঁড়িয়ে যায়। এতে পেছনে থাকা ট্রাকটির চালক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ট্রাকের চালক রিপন মিয়া গাড়িতে আটকে ঘটনাস্থলে মারা যান। এ সময় হেলপার কামাল হোসেন গুরুতর আহত হন। পরে উভয়কে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে কাভার্ডভ্যানটি পুলিশ আসার আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
এ বিষয়ে ফেনী হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের গাড়ির কেবিন কেটে ভেতর থেকে বের করি। দুর্ঘটনাকবলিত গাড়িটি অপসারণ করে তাৎক্ষণিকভাবে
রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

























