ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহানীতে সড়ক দুর্ঘটনায় সহোদরা দুইভাই নিহত, এলাকাজুড়ে শোকের ছায়া

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী জেলার সদর উপজেলার পাঁচগজিয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ফেনী চৌমুহনী সড়কের তেমুহনীতে ২৫ শে জুলাই ভোররাতে যাত্রীবাহী বাস লাল-সবুজের চাপায় দুই সহোদর ভাই নি-হত হয়েছে।শুক্রবার ভোররাতে ফেনী- চৌমুহনী মহাসড়কের ফেনীর তেমুহনী বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উজালিয়া গ্রামের আলাম ড্রাইভারের ছেলে। নিহত মোশারফের বয়স (৩০) ও নিহত একরামের বয়স (২০)বছর।
তারা দুজনেই সহোদরা ভাই পেইন্টের কোম্পানি বার্জারের গাড়ি চালাতেন। বড়ভাই মোশারফ গাড়ি চালাতেন, ছোটভাই একরাম হেলপারী করতেন।
২৫ শে জুলাই শুক্রবার ভোররাতে রাস্তায় দাঁড়ি করিয়ে বাড়ি আসার জন্য রিস্কা বা টমটমের জন্য অপেক্ষমান ছিলেন। অপেক্ষমান সময়ে ঘাতক লাল সবুজ বাস তাদেরকে অতর্কিতে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে বড় ভাই মোশারফ মারা গেলেও । হাসপাতাল নেয়ার পথে ছোটভাই একরাম প্রান হারান । সড়ক দূর্ঘটনা প্রান হানির সংবাদ পাওয়া মাএ ফেনী সদর মডেল থানার পুলিশ ঘটনাস্হল গিয়ে মরদেহ উদ্ধার করে । পরে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একসাথে দুই সন্তানকে হারিয়ে আলাম ড্রাইভার এখন শোকে নির্বাক। এ সংবাদ লেখা কালীণ সময়ে তাদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
এ প্রসঙ্গে জানতে ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ভোর রাতে পাঁচগাছিয়ার তেমুহানীতে সড়ক দূর্ঘটার খবর পাওয়া মাএই হাইওয়ে পুলিশ গিয়ে দূর্ঘটনায় একজন মৃতকে উদ্ধার করে এবং একজন সঙ্কটাপন্ন আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরনের পথিমধ্যে সে মৃত্যুবরন করে । নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে । এবং নিহতদের পরিচয় সনাক্তে জানা যায় তারা উভয়ে আপন সহোদর ভাই এবং তারা পাঁচগজিয়া ইউনিয়নের উজালিয়া গ্রামের আলম ড্রাইভারের পুএদ্বয় ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহানীতে সড়ক দুর্ঘটনায় সহোদরা দুইভাই নিহত, এলাকাজুড়ে শোকের ছায়া

আপডেট সময় :

ফেনী জেলার সদর উপজেলার পাঁচগজিয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ফেনী চৌমুহনী সড়কের তেমুহনীতে ২৫ শে জুলাই ভোররাতে যাত্রীবাহী বাস লাল-সবুজের চাপায় দুই সহোদর ভাই নি-হত হয়েছে।শুক্রবার ভোররাতে ফেনী- চৌমুহনী মহাসড়কের ফেনীর তেমুহনী বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উজালিয়া গ্রামের আলাম ড্রাইভারের ছেলে। নিহত মোশারফের বয়স (৩০) ও নিহত একরামের বয়স (২০)বছর।
তারা দুজনেই সহোদরা ভাই পেইন্টের কোম্পানি বার্জারের গাড়ি চালাতেন। বড়ভাই মোশারফ গাড়ি চালাতেন, ছোটভাই একরাম হেলপারী করতেন।
২৫ শে জুলাই শুক্রবার ভোররাতে রাস্তায় দাঁড়ি করিয়ে বাড়ি আসার জন্য রিস্কা বা টমটমের জন্য অপেক্ষমান ছিলেন। অপেক্ষমান সময়ে ঘাতক লাল সবুজ বাস তাদেরকে অতর্কিতে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে বড় ভাই মোশারফ মারা গেলেও । হাসপাতাল নেয়ার পথে ছোটভাই একরাম প্রান হারান । সড়ক দূর্ঘটনা প্রান হানির সংবাদ পাওয়া মাএ ফেনী সদর মডেল থানার পুলিশ ঘটনাস্হল গিয়ে মরদেহ উদ্ধার করে । পরে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একসাথে দুই সন্তানকে হারিয়ে আলাম ড্রাইভার এখন শোকে নির্বাক। এ সংবাদ লেখা কালীণ সময়ে তাদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
এ প্রসঙ্গে জানতে ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ভোর রাতে পাঁচগাছিয়ার তেমুহানীতে সড়ক দূর্ঘটার খবর পাওয়া মাএই হাইওয়ে পুলিশ গিয়ে দূর্ঘটনায় একজন মৃতকে উদ্ধার করে এবং একজন সঙ্কটাপন্ন আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরনের পথিমধ্যে সে মৃত্যুবরন করে । নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে । এবং নিহতদের পরিচয় সনাক্তে জানা যায় তারা উভয়ে আপন সহোদর ভাই এবং তারা পাঁচগজিয়া ইউনিয়নের উজালিয়া গ্রামের আলম ড্রাইভারের পুএদ্বয় ।