ফের রক্তঝরলো রোহিঙ্গা শিবিরে!

- আপডেট সময় : ০৪:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
থামছেই না রোহিঙ্গা শিবিরের রক্তপাতের ঘটনা। নিজের দল উপদলের কোন্দলের সমাপ্তি হচ্ছে রক্তপাত দিয়ে। একের পর এক হত্যাকান্ড আশ্রিত রোহিঙ্গা শিবিরের দৈনন্দিন ক্যালেন্ডারের এক একটি দিন রক্তাক্ত হচ্ছে।
শনিবার ( ১১ মে) সকাল ৮টা নাগাদ নয়াপাড়া রেজিস্টার্ড শিবিরে এই হত্যাকান্ডের ঘটনা। নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ আলম। তিনি টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।
শিবিরের ব্লক মাঝি বদরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড শিবিরের ই-ব্লকে বসবাসরত মো. আলমকে এলাকার চায়ের দোকানের সামনে সন্ত্রাসীরা গতিরোধ করে এবং মাথায় কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই প্রাণ হারায় মোহাম্মদ আলম। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম আসেন।
পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তাকে খুন করেছে বলে পুলিশ জানিয়েছেন।