বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

- আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার অভায়শ্রম গড়ে তুলি’ দেশি মাছে দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ( ১৮ আগষ্ট ) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের সভাপতিত্বে, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা -উল- হুসনা।
আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মৎস্য চাষী মানিক চৌধুরী ও কমল মিয়া প্রমুখ ।
মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ আগষ্ট থেকে ২৫ আগষ্ট পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাছের চাহিদা পুরনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পোনামাছ নিধনে আমরা সব সময় কঠোর হতে হবে। এই পোনামাছ রক্ষায় মৎস্যজীবীদের পাশাপাশি সমাজের সচেতনমহলও এগিয়ে আসতে হবে।