বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ সানন্দবাড়ীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর গতকাল শুক্রবার বিকালে সমাবেশে নাজমূল হক সাঈদী বলেন জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে তারই ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা সহ জামায়াতের ৫ দফা দাবি মানতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং জামালপুর -০১( বকশীগঞ্জ -দেওয়ানগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী জুলাই সনদের অবিলম্বে আইনী ভিত্তি দিয়ে তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করার জন্যে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে বকশীগঞ্জ পৌর শহরে এবং বিকালে দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠন ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বকশীগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ দাবি সম্বলিত আহবান জানান। বকশীগঞ্জ বট তলাচৌরাস্তা মোড়ে বকশীগঞ্জ উপজেলা আমীর শফিকুল্লাহ বিএসসির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, শ্রমিক নেতা হাজী রাসেল মাহমুদ, ছাত্র নেতা রবিউল ইসলাম রিশাত । নাজমুল হক সাঈদী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াও নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধ এবং সকল ভোটারের ভোটের মুল্য নিশ্চিত করতে আইন সভার উভয় কক্ষে পি আর পদ্ধতি চালুর দাবি জানান। নির্বাচনে সকল দল ও নাগরিকের জন্যে সমান ও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক তৎপরতা বন্ধ ও বিচারের দাবিও জানান। একই দাবিতে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি বাজারে বিকালে চর আমখাওয়া ইউনিয়নের আমীর মাওলানা আবদুল মজিদ আকন্দ সভাপতিত্বে সানন্দবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল শেষ সানন্দবাড়ী বাজার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাংধরা ইউনিয়নের আমীর মাওলানা ঈমান আলী, পাররামরামপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মাসউদ আহমদ কে সাথে নিয়ে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মোহাম্মদ নাজমুল হক সাঈদী । উক্ত সমাবেশেও নাজমুল হক সাঈদী প্রধান অতিথি হিসেবে অনুরুপ বক্তৃতা করেন।

















