বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইতিহাসের মাইফলক
- আপডেট সময় : ১১:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমানচিত্রে স্থাপন করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণ ছিল বাংলাদেশের ইতিহাসের মাইফলক।
১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু। যার অবদান বাঙ্গালী জাতির এক স্মারক থাকে।
বাঙ্গালী জাতির কাছে মার্চ মাসটি বিশেষ তাৎপর্য বহন করে। ১ মার্চ জাতীয় বীমা দিবস, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ তারিখ বাংলাদেশের স্বাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক সম্মিলন। এই মার্চ মাস নিয়ে সরকার নানা কর্মসূচি পালন করে থাকে।
সরকারি কর্মসূচির অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি মোহনপুর উপজেলার প্রতিটি সরকারি দপ্তর, স্কুল, কলেজ, মাদ্রাসা, সকল ইউপি চেয়ারম্যানসহ প্রায় ১৪ টি বিভাগকে উপজেলা নির্বাহী অফিসার সাক্ষরিত নোটিশে প্রস্তুতি সভায় উপস্থিত থাকার আহ্বান করা হয়।
সভায় ঐতিহাসিক ৭ই মার্চের দিন জনবহুল এলাকায় বঙ্গবন্ধুর জীবনী প্রদর্শনী ও বিভিন্ন হাটবাজারে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার ও ঐতিহাসিক ভাষণের ওপরে শিক্ষার্থীদের প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু মূরালে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন বিষয়ে কর্মসূচি পালন করা হয়।