বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় : ০১:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে
রোববার (১৭ মার্চ) সকাল ৭টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বরে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর বিউগলের সুরে জাতির জনকের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের তরফে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় দোয়া বিমেষ মোনাজাতে অংশ নেন তারা।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এ দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে উদ্যাপিত হচ্ছে।
দিবসটি উদ্যাপনে রোববার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে।