সংবাদ শিরোনাম ::
বড়লেখায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মোঃনজরুল ইসলাম বড়লেখা প্রতিনিধি
- আপডেট সময় : ২৬৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ এবং রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ২টার দিকে বড়লেখা পৌর শহরের শহিদ মিনার প্রাঙ্গন থেকে মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি উত্তর চৌমুহনীতে গিয়ে শেষ হয়।
মিছিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এবং আওয়ামী লীগ সরকারের অনিয়ম তুলে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি করেন। অন্যথায় আগামী দিনে সব ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।



















