ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বনানীতে নসরুল হামিদের কার্যালয়ে অভিযান, দেড় কোটি টাকা জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আত্মগোপনে থাকা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের (বিপু) মালিকানাধীন প্রিয়প্রাঙ্গণ ভবনে মঙ্গলবার রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বনানীর এই ভবনে নসরুল হামিদের ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় থেকে ১ কোটি ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার হয়। যার মধ্যে তুরস্কের মুদ্রা ৫১০ লিরাসহ কিছু বিদেশি মুদ্রা রয়েছে।

পুলিশের গুলশান বিভাগ সূত্রের খবর, ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে প্রিয়প্রাঙ্গণে অভিযান শুরু করা হয়। অভিযান শেষ হয় বুধবার ভোরের দিকে। এ সময় ভবনটি ঘিরে রাখেন সেনাবাহিনী, বনানী থানার পুলিশ ও র‌্যাব সদস্যরা। অভিযানের সময় নসরুল হামিদ অফিসে ছিলেন না।

অভিযানে প্রিয়প্রাঙ্গণ ভবনের দ্বিতীয় তলায় হামিদ গ্রুপের কার্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের কক্ষে বড় ভল্টের পাশের টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। এর বাঁয়ে থাকা আরেকটি কক্ষের দুটি ড্রয়ার থেকে ৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এরপর ষষ্ঠতলায় অবস্থিত হামিদ গ্রুপের কার্যালয় থেকে ২০ লাখ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়।

অফিস থেকে ৫০ পাউন্ডের চারটি নোট যার একটি ছেঁড়া, তুরস্কের মুদ্রা ২০০ লিরার একটি নোট, ১০০ লিরার দুটি, ৫০ লিরার একটি, ২০ লিরার একটি ও ১০ লিরার চারটি নোট পাওয়া গেছে। সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়। ভবনটি থেকে দেশি-বিদেশি মোট ১ কোটি ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বনানীতে নসরুল হামিদের কার্যালয়ে অভিযান, দেড় কোটি টাকা জব্দ

আপডেট সময় : ০৮:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

 

ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আত্মগোপনে থাকা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের (বিপু) মালিকানাধীন প্রিয়প্রাঙ্গণ ভবনে মঙ্গলবার রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বনানীর এই ভবনে নসরুল হামিদের ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় থেকে ১ কোটি ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার হয়। যার মধ্যে তুরস্কের মুদ্রা ৫১০ লিরাসহ কিছু বিদেশি মুদ্রা রয়েছে।

পুলিশের গুলশান বিভাগ সূত্রের খবর, ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে প্রিয়প্রাঙ্গণে অভিযান শুরু করা হয়। অভিযান শেষ হয় বুধবার ভোরের দিকে। এ সময় ভবনটি ঘিরে রাখেন সেনাবাহিনী, বনানী থানার পুলিশ ও র‌্যাব সদস্যরা। অভিযানের সময় নসরুল হামিদ অফিসে ছিলেন না।

অভিযানে প্রিয়প্রাঙ্গণ ভবনের দ্বিতীয় তলায় হামিদ গ্রুপের কার্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের কক্ষে বড় ভল্টের পাশের টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। এর বাঁয়ে থাকা আরেকটি কক্ষের দুটি ড্রয়ার থেকে ৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এরপর ষষ্ঠতলায় অবস্থিত হামিদ গ্রুপের কার্যালয় থেকে ২০ লাখ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়।

অফিস থেকে ৫০ পাউন্ডের চারটি নোট যার একটি ছেঁড়া, তুরস্কের মুদ্রা ২০০ লিরার একটি নোট, ১০০ লিরার দুটি, ৫০ লিরার একটি, ২০ লিরার একটি ও ১০ লিরার চারটি নোট পাওয়া গেছে। সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়। ভবনটি থেকে দেশি-বিদেশি মোট ১ কোটি ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।