বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৮ জনে
- আপডেট সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
ফেনী, নোয়াখালীসহ উত্তর-পূর্বাঞ্চলের জেলায় আকস্মিক বন্যায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
শনিবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।
বলেন, শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩ জন। শনিবার এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এরমধ্যে কুমিল্লায় ৪জন, ফেনীতে ১জন, নোয়াখালীতে ৩জন, চট্টগ্রামে ৫জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩জনের মৃত্যু হয়েছে।
সচিব বলেন, দুর্গত এলাকাগুলোতে ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন। আর ২১ হাজার ৬৯৫টি গবাদিপশু আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।
ত্রাণ সহায়তা নিয়ে তিনি বলেন, বন্যাকবলিত ১১টি জেলায় ৩ কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মেট্রিকটন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৩৫ লাখ টাকা ও গোখাদ্য বাবদ ৩৫ লাখ টাকা পাঠিয়ে হয়েছে।
সচিব বলেন, দুর্গত জেলাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, স্থানীয় জনসাধারণ, সেনা ও নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা দুর্গত এলাকায় অবস্থান করে তদারকি করছেন।