বন্যায় মৃত বেড়ে ৫২ জনে দাঁড়ালো
- আপডেট সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশের ১১ জেলায় সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরে মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের প্লাবিত ৬৮ উপজেলার ক্ষতিগ্রস্ত ৪৯২টি ইউনিয়ন/পৌরসভায় এখনো পানিবন্দি ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার। পাশাপাশি আকস্মিক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩ জন।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফেনীতে। দক্ষিণপূর্বাঞ্চলের এই জেলায় বন্যয় ১৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কুমিল্লায় বন্যায় ১৪ জন মারা গেছেন। সেই সঙ্গে নোয়াখালীতে ৮ জন, চট্টগ্রামে ৬ জন মারা গেছেন।
অন্যদিকে, কক্সবাজারে বন্যায় তিন জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে বন্যায় একজন করে মোট ৪ জন মারা গেছেন। এর বাইরে মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৩ হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৫ লাখ ২ হাজার ৫০১ জন। পাশাপাশি বন্যাকবলিত ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে ৫৯৫টি মেডিকেল টিম কাজ করছে। অন্যদিকে বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৪৪৮টি গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।