বসতবাড়ি থেকে উৎখাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ৮২ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ভেদরগঞ্জে ৭০ বছর যাবত বসবাসকারী একটি পরিবারকে নিজ বসতবাড়ি থেকে উৎখাত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী একটি পরিবার। সোমবার দুপুরে ভেদরগঞ্জ বাজারে ভুক্তভোগীর নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। এসময় ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ফজলুল করিম হাওলাদার বলেন, ভেদরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজল বেগম গংরা আমাদের বসত বাড়ি দখলের উদ্যেশে মামলা দিয়ে হয়রানি করছে। ভেদরগঞ্জ বাজারের কাপোড় পট্টি এই বাড়িতে আমরা প্রায় ৭০ বছরেরও বেশী সময় ধরে বসবাস করে আসছি। আমাদের বাবা চাচারা এ বাড়িতেই বসবাস করতো। আমাদের পৈতৃক সম্পত্তি থেকে ক্রয়সূত্রে একটি অংশের মালিক হয়েছিলেন নুর বক্স মাঝি। আমরা জানতে পারার পরে নুর বক্স মাঝির ওয়ারিশগনের কাছ থেকে ওই অংশটি ক্রয় করে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। কিন্তু নুর বক্স মাঝির মেয়ে কাজল বেগম গংরা ওই সম্পত্তি দাবী করে আমাদেরকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করে। সম্প্রতি ওই মামলায় আমাদের পক্ষে রায় দেয় আদালত। এরপরও নানা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে হয়রানি করেছে। হুমকি ধমকি দিচ্ছে। আমরা এর সঠিক সুরাহা চাই।
সংবাদ সম্মেলনে ফজলুল করিম হাওলাদার, তার ভাই ভেদরগঞ্জ পৌরসভা বিএনপির আহবায়ক সাইদ হাওলাদার এবং উভয়ের স্ত্রী উপস্থিত ছিলেন।

















