বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রামুর সম্ভাবনাকে তুলে ধরার আহ্বান
- আপডেট সময় : ১০:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে নবাগত থানা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রামুর সম্ভাবনাকে তুলে ধরার আহ্বান জানান।
সোমবার (১ এপ্রিল) উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রামু উপজেলার নবাগত এই সরকারী কর্মকর্তা।
মতবিনিময় সভায় ইউএনও মো. রাশেদুল ইসলাম তার দায়িত্ব পালনকালে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করে বলেন, ঐতিহ্যবাহী রামুর বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকগণ তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পরে রামু প্রেসক্লাবের ইফতার মাহফিলে অংশ নেন।
রামু প্রেসক্লাবের সভা ও ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া। রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়নের নব নির্বাচিত সহ-সভাপতি ও রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙ্গা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়া, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, এটিএন নিউজের কক্সবাজার প্রতিনিধি ও রামু প্রেসক্লাবের সাবেক সদস্য অর্পন বড়ুয়া উপস্থিত ছিলেন।
রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া সম্প্রতি কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়নের সহ-সভাপতি নির্বাচিত এবং রামু প্রেসক্লাবের সদস্য শিপ্ত বড়ুয়া সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলে এডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ইউএনও মো. রাশেদুল ইসলাম, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদসহ রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।