বাংলাদেশি ২৩ নাবিক সবাই সুস্থ
- আপডেট সময় : ০৭:০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে
সোমলিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পণ্যবাহী জাহাজের ২৩ নাবিক সুস্থ রয়েছেন। ছিনতাইয়ের দু’দিনের মথায় দস্যুদের হাত বদল হয়েছে। তারা নতুন দস্যুদের হাতে ছিনতাইকৃত জাহাজটির দায়িত্ব বুঝিয়ে দেয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মারিটাইম অ্যাফেয়ার্স ইউনিট সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেন, ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ বাংলাদেশি নাবিক সুস্থ রয়েছেন।
তাদেরকেসহ জাহাজ ফেরত আনাই আমাদের প্রথম লক্ষ্য এবং সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হবো না। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র দায়িত্ব নিয়েছে সোমালিয়ান জলদস্যুদের অপর একটি দল। তাদের হাতে জাহাজটি বুঝিয়ে দিয়ে আগের দলটি জাহাজ ছেড়ে যায়।
নতুন যারা দায়িত্ব নিয়েছেন তাদের সবার হাতে ভারী অস্ত্র। জাহাজের এক জিম্মি নাবিক সংবাদমধ্যমকে জানান, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এই মুহূর্তে সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ২০ মাইল দূরে নোঙ্গর অবস্থায় রয়েছে।