বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় গোলটেবিল
- আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে জাতীয় হিন্দু মহাজোট এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি কক্ষ) বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় শীর্ষক এক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
গোল টেবিল বৈঠকে বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার।
গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়াসহ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
শুক্রবার এ তথ্য জানান, বাংলাদেশে জাতীয় হিন্দু মহাজোট এর মহাসচিব এভোকেট গোবিন্দ চন্দ্র প্রমাণিক।