বাগাতিপাড়ায় বড়াল নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

- আপডেট সময় : ৭ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।
গতকাল শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর ও বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তররের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই জামনগর ইউনিয়নের জালালপুর ও বাঁশবাড়িয়া এলাকায় বড়াল নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল পেতে মাছ নিধন করা হচ্ছে। ভোর ছয়টা থেকে অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, বড়াল নদীতে পানি আসার সাথে সাথে কিছু অসাধু ব্যক্তি অবৈধ চায়না জাল দিয়ে দেশীয় মাছ নিধনের চেষ্টা করছে। যা দেশের মৎস্যসম্পদের জন্য হুমকি। দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।