ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের গুলিতে বাবা ও দুই ছেলে গুলিবিদ্ধ

দেলোয়ার হোসেন রশিদী, লোহাগাড়া (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়ায় রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে বাবা ও দুই ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির বাজার থেকে কুমিরাঘোনার চাকফিরানী এলাকাধীন কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে রফিক উদ্দীন (৫৫) ও তার ছেলে ফয়সাল (২৫) ও মিশাল (২৩)। এদের মধ্যে ফয়সালের আঘাত গুরুতর নয় বলে জানা গেচে। তবে মেম্বার রফিক উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে রফিক উদ্দীন দুই ছেলেসহ ব্যক্তিগত কাজ শেষ করে মনুফকির বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছকাছি কালা গোদারপুল নামক স্থানে পৌঁছলে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে রফিক ও তার ছেলে আহত হয়ে চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা এগিয়ে এসে তাদের দা দিয়ে কোপায়। এ সময় ছেলে ফয়সাল ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা তাকেও লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে পুলিশের সহায়তায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও সেখানে চিকিৎসা সেবা না নিয়ে পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগে দায়িত্বরত ডা. নাদিম তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠান।
আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, রফিক বহু বছর ধরে মেম্বার পদে দায়িত্ব পালন করে আসছেন। আক্রোশের বশীভূত হয়ে রফিক ও তার ছেলেদের হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আহতদের হাসপাতালের পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনার সহিত জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের গুলিতে বাবা ও দুই ছেলে গুলিবিদ্ধ

আপডেট সময় :

চট্টগ্রামের লোহাগাড়ায় রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে বাবা ও দুই ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির বাজার থেকে কুমিরাঘোনার চাকফিরানী এলাকাধীন কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে রফিক উদ্দীন (৫৫) ও তার ছেলে ফয়সাল (২৫) ও মিশাল (২৩)। এদের মধ্যে ফয়সালের আঘাত গুরুতর নয় বলে জানা গেচে। তবে মেম্বার রফিক উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে রফিক উদ্দীন দুই ছেলেসহ ব্যক্তিগত কাজ শেষ করে মনুফকির বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছকাছি কালা গোদারপুল নামক স্থানে পৌঁছলে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে রফিক ও তার ছেলে আহত হয়ে চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা এগিয়ে এসে তাদের দা দিয়ে কোপায়। এ সময় ছেলে ফয়সাল ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা তাকেও লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে পুলিশের সহায়তায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও সেখানে চিকিৎসা সেবা না নিয়ে পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগে দায়িত্বরত ডা. নাদিম তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠান।
আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, রফিক বহু বছর ধরে মেম্বার পদে দায়িত্ব পালন করে আসছেন। আক্রোশের বশীভূত হয়ে রফিক ও তার ছেলেদের হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আহতদের হাসপাতালের পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনার সহিত জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।