বান্দরবানে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বান্দরবান জেলায় জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সম্মেলনে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো: সেলিম উদ্দিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ নাছির উদ্দিন।
এসময় ইমাম সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক বান্দরবান পত্রিকার সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক।
দিনব্যাপী এই ইমাম সম্মেলনে বান্দরবান জেলা সদর ও ৭টি উপজেলা থেকে আগত ইমামরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন এবং তাদের মেধা যাছাই করে ৩জন ইমামকে জেলা পর্যায়ে ১ম,২য় ও ৩য় স্থান নির্বাচন করে বিজয়ী ঘোষনা করে তাদের পুরস্কার ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।
ইমাম সম্মেলনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বদরুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.নাছির উদ্দিন, বান্দরবান সিনিয়র মাদ্রাসার প্রভাষক বদিউল আলম, বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর মাষ্টার ট্রেইনার ফরিদুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
আয়োজকেরা জানান, সারাদেশ থেকে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এবং বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামরা শেষ পর্যায়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।