বান্দরবানে চোরাই মালামাল ও বন্দুকসহ নারী আটক ১
- আপডেট সময় : ০৮:০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
বান্দরবানের লামায় চুরি যাওয়া মালামাল ও ১টি দেশীয় তৈরি বন্দুকসহ এক নারীকে আটক করে পুলিশ। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারমারঝিরি বাসিন্দা নুরুল আমিনের বসতঘর থেকে মালামালসহ তাকে আটক করা হয়। আটক নারীর নাম বেবি আক্তার (৩৫)। তিনি নুরুল আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, সম্প্রতি ফালগুনী লেটেক্স রাবার বাগান থেকে একটি সাবমারসিবল পাম্প ও কন্ট্রোল বক্স সহ অন্যান্য মালামাল চুরি হয়।
অভিযোগের প্রেক্ষিতে রোববার সন্ধ্যার দিকে কুমারমার ঝিরি এলাকায় নুরুল আমিনের বসতঘরে তল্লাশী চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নুরুল আমিনের স্ত্রী বেবি আক্তার (৩৫) কে আটককরেন।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেবি আক্তারের দেখানো মতে ঘর থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুকও উদ্ধার করা হয়। এসময় মালিক নুরুল আমিন পালিয়ে যায়। তবে অভিযোগ অস্বীকার করে আটককৃত বেবী আক্তার জানান, শত্রুতামুলক আমাকে ও আমার পরিবারের সদস্যদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এ নাটক সাজিয়েছেন প্রতিপক্ষ।