বান্দরবানে ব্যাংক ডাকাতি ৫২ জন রিমান্ডে
- আপডেট সময় : ০৫:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক-অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার অপহরণ মামলায় নারী-পুরুষসহ ৫২জনকে জিজ্ঞাসাবাদে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ব্যাংক-অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার অপহরণ মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তাদের মধ্যে ১৭ জন নারীসহ ৫২ জনকে জিজ্ঞাসাবাদে চারদিনের রিমান্ডে দেয় আদালত।
অপর ৪জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ৮ এপ্রিল যৌথবাহিনী বিশেষ অভিযানে রুমা উপজেলার বেথেলপাড়া থেকে ১৮ নারীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত ২ এপ্রিল রাতে বান্দারবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অস্ত্রলুট ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে কেএনএফ। তারা পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র লুট করে।
পরদিন ৩ এপ্রিল দুপুরে পার্শ্ববর্তী উপজেলা থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে তারা।
এ ঘটনার পর বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ চিরুনি অভিযান শুরু হয়। অভিযানে এ পর্যন্ত ৬৬ জন গ্রেপ্তার হয়।