ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বিদেশী ও দেশি বিনিয়োগকারীদের সাথে জামায়াত সেক্রেটারি জেনারেলের বৈঠক Logo মুন্সিগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে প্রশাসনের অ্যাকশন Logo এসএসসি ও সমমান পরিক্ষা শুরু মুন্সিগঞ্জে অংশনিচ্ছে মোট ১৬হাজার ২শ ৩০পরিক্ষার্থী Logo রামু প্রেস ক্লাবের জরুরী সভায় অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার  Logo এসএসসি ও সমমানের পরীক্ষায় ময়মনসিংহে কমেছে পরীক্ষার্থীর হার Logo দিনাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প অনুষ্ঠিত Logo শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক Logo রাজবাড়ীতে সাবেক পৌরসভা মেয়রের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরন Logo ৮ মাস ধরে অবরুদ্ধ একটি স্কুল ও সরকারি ডাকঘর  Logo পাইকগাছায় ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিআরটিসির প্রত্যেকটা কোণায় কোণায় বদলে দেওয়া মানুষটির নাম মো. তাজুল ইসলাম

আমিনুল হক
  • আপডেট সময় : ১০:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বদলে গেছে বিআরটিসি। বলা যায় বিপ্লব বসত করে যেখানে। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিআরটিসি বছর তিনেক আগেও ছিলো ডুবন্ত তরী। খুড়িয়ে খুড়িয়ে চলছি রাষ্ট্রয়ি পতকাবাহী যানবাহনগুলো। একের পর এক বাস অচল হয়ে বিছানা নেয় তেজগাও বিশাল আকারের কেন্দ্রীয় মেরামত ও ট্রেনিং সেন্টারে।

সেখানে একটু বৃষ্টিতেই জলকাদায় একাকার হয়ে যেতো। তখন আর কাজের পরিবেশ তো দূরের কথা যানবাহন নিয়েও ভেতরে প্রবেশ করা ছিলো দুষ্কর। কেন এমন হলো স্বাধীন বাংলার একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এতোটা লজ্জাস্কর পরিস্থিতি সৃষ্টি হলো?

অবশেষে ত্রাণকর্তা হিসাবে ভঙ্কুর সংস্থাটির চেয়ারম্যান হিসাবে হাল ধরলেন মো. তাজুল ইসলাম। চোখেমুখে তার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার। শক্তি হাতে দায়িত্ব পালনের স্বপ্ন জয়ের ব্যকুলতা অনেক রাত ঘুমাতে পারেননি। অবশেষে অনুকুল পরিস্থিতি তার হাতের মুঠোয়।

জঞ্জাল পরিষ্কার করে একের পর এক সফলতার পতাকা উড়াতে থাকেন তাজুল ইসলাম। তেজগাঁওয়ের কেন্দ্রীয় কারখানাটি আজ নান্দিক পিকনিক স্পট বলে মনে হয়। বিশাল ট্রাক শেট, পাশেই প্রশিক্ষণ কেন্দ্রটি গাছগাছালিতে ঘেরা। কেন্দ্রীয় মেরামত কারখানায় একদিন যেখানে জলকাদায় একাকার ছিলো, আজ বড় আকারের উচু স্ট্যান্ড পাখার বাতাসে একমনে বড়ি তৈরির কাজ করে চলেছেন গর্বিত শ্রমিকরা।

বিআরটিসি কেন্দ্রীয় কারখানায় রয়েছে নান্দনিক ডিজাইনের তিনতলা মসজিদ। গোটা কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন। তেমনি কমলাপুর আন্তর্জাতিক বাসটার্মিনালের অবস্থাটা ছিলো শোচনীয়। বর্তমানে সেখানে সোফা, বসার চেয়ার থেকে শুরু করে বাথরুম ফিটিংস সব মিলিয়ে আধুনিক রুচিশীল পরিবেশ।

৩ বছর আগেও মোহাম্মদপুর বাস ডিপো পরিবেশ ছিলো অত্যন্ত জরাজীর্ণ ও ভঙ্গুর। এই ডিপোতে অফিস করার মতো কোন পরিবেশ ছিলো না। বর্তমান চেয়ারম্যানের জাদুকরী হাতের ছোয়ায় প্রশাসনিক ভবন, ইয়ার্ড, প্রধান ফটক নির্মাণের মধ্য দিয়ে মোহাম্মদপুর বাস ডিপোর ইতিহাস বদলে গেছে। শুধু মোহাম্মদপুর, কমলাপুর, তেজগাঁও নয়, বিআরটিসির প্রত্যেকটা কোণায় কোণায় বদলে দেওয়া মানুষটির নাম মো. তাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিআরটিসির প্রত্যেকটা কোণায় কোণায় বদলে দেওয়া মানুষটির নাম মো. তাজুল ইসলাম

আপডেট সময় : ১০:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

বদলে গেছে বিআরটিসি। বলা যায় বিপ্লব বসত করে যেখানে। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিআরটিসি বছর তিনেক আগেও ছিলো ডুবন্ত তরী। খুড়িয়ে খুড়িয়ে চলছি রাষ্ট্রয়ি পতকাবাহী যানবাহনগুলো। একের পর এক বাস অচল হয়ে বিছানা নেয় তেজগাও বিশাল আকারের কেন্দ্রীয় মেরামত ও ট্রেনিং সেন্টারে।

সেখানে একটু বৃষ্টিতেই জলকাদায় একাকার হয়ে যেতো। তখন আর কাজের পরিবেশ তো দূরের কথা যানবাহন নিয়েও ভেতরে প্রবেশ করা ছিলো দুষ্কর। কেন এমন হলো স্বাধীন বাংলার একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এতোটা লজ্জাস্কর পরিস্থিতি সৃষ্টি হলো?

অবশেষে ত্রাণকর্তা হিসাবে ভঙ্কুর সংস্থাটির চেয়ারম্যান হিসাবে হাল ধরলেন মো. তাজুল ইসলাম। চোখেমুখে তার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার। শক্তি হাতে দায়িত্ব পালনের স্বপ্ন জয়ের ব্যকুলতা অনেক রাত ঘুমাতে পারেননি। অবশেষে অনুকুল পরিস্থিতি তার হাতের মুঠোয়।

জঞ্জাল পরিষ্কার করে একের পর এক সফলতার পতাকা উড়াতে থাকেন তাজুল ইসলাম। তেজগাঁওয়ের কেন্দ্রীয় কারখানাটি আজ নান্দিক পিকনিক স্পট বলে মনে হয়। বিশাল ট্রাক শেট, পাশেই প্রশিক্ষণ কেন্দ্রটি গাছগাছালিতে ঘেরা। কেন্দ্রীয় মেরামত কারখানায় একদিন যেখানে জলকাদায় একাকার ছিলো, আজ বড় আকারের উচু স্ট্যান্ড পাখার বাতাসে একমনে বড়ি তৈরির কাজ করে চলেছেন গর্বিত শ্রমিকরা।

বিআরটিসি কেন্দ্রীয় কারখানায় রয়েছে নান্দনিক ডিজাইনের তিনতলা মসজিদ। গোটা কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন। তেমনি কমলাপুর আন্তর্জাতিক বাসটার্মিনালের অবস্থাটা ছিলো শোচনীয়। বর্তমানে সেখানে সোফা, বসার চেয়ার থেকে শুরু করে বাথরুম ফিটিংস সব মিলিয়ে আধুনিক রুচিশীল পরিবেশ।

৩ বছর আগেও মোহাম্মদপুর বাস ডিপো পরিবেশ ছিলো অত্যন্ত জরাজীর্ণ ও ভঙ্গুর। এই ডিপোতে অফিস করার মতো কোন পরিবেশ ছিলো না। বর্তমান চেয়ারম্যানের জাদুকরী হাতের ছোয়ায় প্রশাসনিক ভবন, ইয়ার্ড, প্রধান ফটক নির্মাণের মধ্য দিয়ে মোহাম্মদপুর বাস ডিপোর ইতিহাস বদলে গেছে। শুধু মোহাম্মদপুর, কমলাপুর, তেজগাঁও নয়, বিআরটিসির প্রত্যেকটা কোণায় কোণায় বদলে দেওয়া মানুষটির নাম মো. তাজুল ইসলাম।