সংবাদ শিরোনাম ::
বিএডিসির চুক্তিবদ্ধ বীজ আলু চাষীদের দাম কম দেয়ার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধ
- আপডেট সময় : ০৩:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চুক্তিভিত্তিক চাষী বীজ আলুর মূল্য গত বছরের তুলনায় কম দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় জোনের চুক্তিভিত্তিক চাষীবৃন্দের ব্যানারে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে আধাঁ ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা যায়। এতে বিএডিসির পঞ্চগড় জনের ৩১ জন বীজ আলু চাষী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিএডিসির আলু চাষী আব্দুল মতিন, মাসুদ সরকার, সাজ্জাদ হোসেন মুখে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চুক্তিভিত্তিক চাষী বীজ আলুর চাষীদের কাছ থেকে বীজ আলু প্রতি কেজি ৩৬ টাকা দরে কিনেছিলেন। তবে এবার ২০২৪-২০২৫ প্রতি কেজিতে ৮ টাকা কম দিয়ে ২৬ টাকা দিচ্ছে। বিএডিসি কারো সাথে পরামর্শ না করেই নিজেরাই এই মূল্য নির্ধারণ করেছেন। অথচ গত বছরের তুলনায় সার ও কীটনাশকের দাম অনেক বেড়েছে। শ্রমিকদের মজুরিও বেড়েছে। একজন কৃষক মূলত নিজের জমির সাথে আরো জমির লিজ নিয়ে বীজ আলু উৎপাদন করে থাকে। জমি নিজের দামও বেড়ে গেছে গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। কিন্তু এত কিছুর পরেও কোন কারণ ছাড়াই তারা এবার আলুর দাম কমিয়ে দিয়েছে। আমরা আলুর দাম নির্ধারণের পরপরই নানাভাবে গিয়ে বিয়ে দেশের কাছে আমাদের নায্য দাবি প্রতিষ্ঠার জন্য দাবি জানিয়েছিলাম কিন্তু তারা কথা শুনে নি। বিএডিসি কর্তৃপক্ষ যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমরা আগামীতে বীজ আলু উৎপাদন বন্ধ করে দেব।