বিএনপিকে নিয়ে সরকারের অভিযোগের ভিত্তি নেই : মঈন খান
- আপডেট সময় : ০৯:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে
বিএনপিকে নিয়ে সরকার যে অভিযোগ করতে তার কোন ভিত্তি নেই বলে জানিয়েছে ড. আব্দুল মঈন খান। বিএনপি বিদেশিদের ওপর নির্ভরশীল আওয়ামী লীগের এমন অভিযোগ খন্ডন করে মঈন খান বলেন, বিএনপি বিদেশিদের ওপর নির্ভরশীল হলে সারাবছর এসি রুমে বসে সিনেমা দেখতো।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি রাজপথে আন্দোলন করছে, সভা-সমাবেশ করছে। সারাদেশে পদযাত্রা করেছে। বিএনপিকে নিয়ে সরকার যে অভিযোগ করছে তার পেছনে কোন যুক্তি নেই।
শনিবার (৩০ মার্চ) মগবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন মঈন খান। এসময় তার মন্তব্য সরকার ভিন্নমতের কাউকে সুযোগ দিতে চায় না। কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ অন্য দল করবে। এভাবেই দুনিয়া চলে আসছে।
যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে, আজ সেই গণতন্ত্র নেই। ক্ষমতায় থাকতে হলে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে ক্ষমতায় থাকতে হবে। বিদেশি শক্তির উপর নির্ভরতা নয়, জনগণকে সঙ্গে বিএনপি রাজনীতি করে।