বিএনপি’র উদ্যোগে ভান্ডারিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ০৯:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভান্ডারিয়ায় “অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে, মানবিক ফ্রী চিকিৎসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেলে ক্যাম্প স্থাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ২৩ নং চৌমহনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নদমূলা দাখিল মাদ্রাসায় সকাল ১১ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।
এ সময় তিনি বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো ইনশা আল্লাহ।
প্রান্তিক মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে থাকে কিন্তু বিভিন্ন কারণে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না সাধারণ মানুষ তাই আপনাদের জন্যই এই মেডিকেল ক্যাম্প করা হয়েছে।পর্যায়ক্রমে উপজেলার সকল সাধারণ মানুষের দ্বারঘড়ায় সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করব।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাঃ মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই হাওলাদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাচু, নজরুল ইসলাম ত্বহা, অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহম্মদ মারুফ তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাহিরাজ সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলার নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা.মো.জাফর আলী ও ডা. এম. এইচ নাইম রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।