বিএনপি ক্ষমতায় আসলে বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাস্ট্র প্রতিষ্ঠা হবে
- আপডেট সময় : ১২:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় আসলে বৈষম্যহীন সম্প্রীতিমূলক রাস্ট্র প্রতিষ্ঠা করা হবে। ধর্ম যার যার, রাস্ট্র হবে সবার এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনের অধিকার ভোগ করবে। বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করেনা। বিএনপি মানবিক রাজনীতি বিশ্বাস করে। ১ নভেম্বর শুক্রবার বিকেলে মোংলার ইউনুস আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে সুন্দরবন ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে বক্তারা একথা বলেন।
শুক্রবার বিকেল ৩টায় সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন খোকন মোসাল্লি। সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর আলম। সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, বাগেরহাট জেলা বিএনপির সদস্য শেখ আব্দুল হালিম খোকন, মোংলা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক সদস্য সচিব শেখ রুস্তম আলী ও থানা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার।
প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর আলম বলেন বিএনপিতে লুটপাটকারি ও দখলবাজিদের স্থান নেই। মানুষের সেবার মাধ্যমে এবং মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে সরকার গঠন করবে। সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি মোজাফফর আলম বলেন পুলিশকে ক্ষমা চাইতে হবে এবং যারা মানুষের সেবা করতে চায় তাদের পাশে থাকতে হবে। প্রধান বক্তার বক্তৃতায় ড. শেখ ফরিদুল ইসলাম বলেন দেশনায়ক তারেক রহমান রাস্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন।
সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে চাই আমরা। রাজনৈতিক দূর্বৃত্তায়ন বন্ধ করা হবে। গণতন্ত্র মুক্তি ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি জীবন দিয়েছি। ছাত্র গণ-অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার হরণকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে বিতাড়িত করা হয়েছে। সম্প্রীতি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, আবু হোসেন পনি, শেখ ফরিদ আহমেদ, যুবদল নেতা সাইফুল ইসলাম, আবুল কাশেম, মোল্লা সফরুল হায়দার সুজন,খানজাহান আলী প্রমূখ