ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫

ভাগ্নির সাথে মামার জমি নিয়ে দ্বন্দ্ব

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি নেতার বিরুদ্ধে স্বড়যন্ত্রমূলক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন তীব্র নিন্দা ও প্রতিবাদ সংবাদ সম্মেলনে করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের তেতৃবৃন্দ।সোমবার(৫ মে)বিকালে উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে উত্তর ধানকোড়া বটতলায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমদাদুল হক বলেন- আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা,ভিত্তিহীন ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের দোসর বাচ্চু শেখ,রবিউল ইসলাম(ইউপি সদস্য),মামুন সরদার,মশিউর শেখ,আখের শেখ,আসলাম ফকির,আমার ও আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে প্রকৃত ঘটনা আড়াল করে গতকাল (৪মে)সংবাদ সম্মেলন করে।তিনি এই ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন।
তিনি আরো বলেন বাচ্চু শেখ এর নিকট থেকে তারই আপন ভাগনী রহিমা বেগম ৮.৫৬ শতাংশ জমি ক্রয় বাবদ দুই বছর আগে নগদ তিন লক্ষ টাকা দেয়।এবং স্থানীয়দের উপস্থিতিতে তিনশত টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তি করা হয়।দলিল সম্পাদিত না করে দুই বছর যাবত নয়ছয় করে আসছে।হতদরিদ্র দিনমজুর রহিমা বেগম উপায় না পেয়ে আমার কাছে এসে জানালে আমি সমাজের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসলে দলিল সম্পাদন করে দিবে বলে স্বীকার করে।অসহায় হতদরিদ্র রহিমা বেগমকে জমি দলিল করে না দেওয়া এবং আমার দলের সুনাম নষ্ঠ করতে আওয়ামী লীগ এর দোসরা বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।ভুক্তভোগী রহিমা বেগম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জানান ২০২৩ সালে মামা বাচ্চু শেখের নিকট থেকে ৮.৫৬ শতাংশ জমি ক্রয়বাবদ নগদ তিন লাখ টাকা,তিনশত টাকার ননজুডিশিয়াল  স্ট্যাম্পে ঘোষনা পত্র দলীল সম্পদন কর হয়।জমি ধানকোড়া মৌজার এস এ ১৭৯৬ খতিয়ানে,৮১ নং দাগে ১৮ শতাংশ জমির মধ্যে ৮.৫৬ শতাংশ জমি নামজারি সম্পদন করে আমাকে কবলা দলীল করে দিবে বলে টাকা গ্রহন করে।আজকাল করে দুই বছর পার হলেও এখন পর্যন্ত দলীল সম্পদন করে দেয়নি।এহেন পরিস্থিতিতে স্হানীয়ওদের নিকট জানালে তারা এক সালিশ বৈঠকে আয়োজন করে সেখানে জমি কবলা মূলে দলীল করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এবং জমি না দেওয়ার পায়তার করে ৪/৫দিন পর গতকাল ৪মে প্রতিবেশী ইমদাদুল হক ও আমাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অসৎ উদ্দেশ্য সংবাদ সম্মেলন করে।এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাতইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি নান্নান খাকী,উপজেলার বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক লালচান ফকির,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না,ইউনিয়ন বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ফায়েক মুন্সি,সহ সকল নেতৃবৃন্দ  মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী রহিমা বেগমের জমির দলীল সম্পদনের জোর দাবি জানান।প্রতিবাদ সংবাদ সম্মেলনের পূর্বে আওয়ামী লীগ এবং দোসরের বিচার দাবিতে বিভিন্ন শ্লোগানে মিছিল করে  বিএনপি’র নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাগ্নির সাথে মামার জমি নিয়ে দ্বন্দ্ব

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

আপডেট সময় : ০২:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি নেতার বিরুদ্ধে স্বড়যন্ত্রমূলক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন তীব্র নিন্দা ও প্রতিবাদ সংবাদ সম্মেলনে করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের তেতৃবৃন্দ।সোমবার(৫ মে)বিকালে উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে উত্তর ধানকোড়া বটতলায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমদাদুল হক বলেন- আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা,ভিত্তিহীন ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের দোসর বাচ্চু শেখ,রবিউল ইসলাম(ইউপি সদস্য),মামুন সরদার,মশিউর শেখ,আখের শেখ,আসলাম ফকির,আমার ও আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে প্রকৃত ঘটনা আড়াল করে গতকাল (৪মে)সংবাদ সম্মেলন করে।তিনি এই ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন।
তিনি আরো বলেন বাচ্চু শেখ এর নিকট থেকে তারই আপন ভাগনী রহিমা বেগম ৮.৫৬ শতাংশ জমি ক্রয় বাবদ দুই বছর আগে নগদ তিন লক্ষ টাকা দেয়।এবং স্থানীয়দের উপস্থিতিতে তিনশত টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তি করা হয়।দলিল সম্পাদিত না করে দুই বছর যাবত নয়ছয় করে আসছে।হতদরিদ্র দিনমজুর রহিমা বেগম উপায় না পেয়ে আমার কাছে এসে জানালে আমি সমাজের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসলে দলিল সম্পাদন করে দিবে বলে স্বীকার করে।অসহায় হতদরিদ্র রহিমা বেগমকে জমি দলিল করে না দেওয়া এবং আমার দলের সুনাম নষ্ঠ করতে আওয়ামী লীগ এর দোসরা বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।ভুক্তভোগী রহিমা বেগম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জানান ২০২৩ সালে মামা বাচ্চু শেখের নিকট থেকে ৮.৫৬ শতাংশ জমি ক্রয়বাবদ নগদ তিন লাখ টাকা,তিনশত টাকার ননজুডিশিয়াল  স্ট্যাম্পে ঘোষনা পত্র দলীল সম্পদন কর হয়।জমি ধানকোড়া মৌজার এস এ ১৭৯৬ খতিয়ানে,৮১ নং দাগে ১৮ শতাংশ জমির মধ্যে ৮.৫৬ শতাংশ জমি নামজারি সম্পদন করে আমাকে কবলা দলীল করে দিবে বলে টাকা গ্রহন করে।আজকাল করে দুই বছর পার হলেও এখন পর্যন্ত দলীল সম্পদন করে দেয়নি।এহেন পরিস্থিতিতে স্হানীয়ওদের নিকট জানালে তারা এক সালিশ বৈঠকে আয়োজন করে সেখানে জমি কবলা মূলে দলীল করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এবং জমি না দেওয়ার পায়তার করে ৪/৫দিন পর গতকাল ৪মে প্রতিবেশী ইমদাদুল হক ও আমাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অসৎ উদ্দেশ্য সংবাদ সম্মেলন করে।এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাতইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি নান্নান খাকী,উপজেলার বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক লালচান ফকির,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না,ইউনিয়ন বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ফায়েক মুন্সি,সহ সকল নেতৃবৃন্দ  মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী রহিমা বেগমের জমির দলীল সম্পদনের জোর দাবি জানান।প্রতিবাদ সংবাদ সম্মেলনের পূর্বে আওয়ামী লীগ এবং দোসরের বিচার দাবিতে বিভিন্ন শ্লোগানে মিছিল করে  বিএনপি’র নেতাকর্মীরা।