সংবাদ শিরোনাম ::
বিএনপি মহাসচিব থেকে তৃণমূলের নেতাকর্মী প্রতিহিংসার শিকার: মঈন খান
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ৪২২ বার পড়া হয়েছে
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, বিএনপি মহাসচিব থেকে তৃণমূলের নেতাকর্মীরাও প্রতিহিংসার শিকার।
মঙ্গলবার পল্লবীতে কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঙ্গে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে।
তিনি বলেন, বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। বিএনপি মহাসচিব থেকে তৃণমূলের নেতা-কর্মীদের কেউই বাদ যাননি। এক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এত মামলা পৃথিবীর কোথাও নেই।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজের মতো মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানো দুঃখজনক বলে মন্তব্য করে মঈন খান বলেন, প্রতিহিংসা বাদ দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান ।
মঈন খান বলেন, শিগগিরই বিএনপির আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।























