সংবাদ শিরোনাম ::
বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টার
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার বিকেল ৪টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন।
চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন তিনি।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে।
গতকাল সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানান, এসব বৈঠকের উদ্দেশ্য সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা।