বিজিবি’র কড়া প্রতিবাদের মুখে সিসি ক্যামেরা সরিয়ে নিলো বিএসএফ

- আপডেট সময় : ০২:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বিজিবি’র কড়া প্রতিবাদের মুখে সীমান্তের শুন্য রেখায় লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিলো বিএসএফ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থিত আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘন্টা বৈঠক করেন দু-দেশের সীমান্তরক্ষী বাহিনী।
বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদের মুখে দু’দেশের সীমান্ত রেখা ঘেঁষে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের উপরে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানায় বিএসএফ। এরপর ওইদিন রাত সাড়ে ১১টার দিকে গাছে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
বৈঠকে বিজিবি’র পক্ষে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফ’র পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন। উল্লেখ্য ৯ ফেব্রুয়ারী রাতে বিএসএফ আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের উপর একটি সিসি ক্যামেরাটি স্থাপন করে।