বিধ্বংসী আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ০৯:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে
চা-কফির দোকান চুমুক থেকে আগুণের সূত্রপাত
ভবনে নিচ তলায় আগুন লাগার পর তা নেভানোর চেষ্টা করছেন কেউ কেউ
এমন একটি ভিডিও সংগ্রহ করেছে ফায়ার সার্ভিস
বেইলী রোডে ঘটে যাওয়া বিধ্বংসী আগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবন নিচতলায় চুমুক নামের একটি চা-কপির দোকানের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রয়েছেন। তাদের চা-কপির দোকান থেকেই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ও মহানগর পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া গ্রেপ্তারের তালিকায় রয়েছে, বিরিয়ানির দোকান কাচ্চি ভাইয়ের কর্মকর্তা জয়নুদ্দিন জিসান।
শুক্রবার সন্ধ্যায় মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান, অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন। এসময় তিনি জানান, ভবনের নিচতলার খাবার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই অবহেলার কারণে মৃত্যু অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করবে। মৃত কোন পরিবারের কেউ মামলা করতে পারবেন। আটকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ফায়ার সার্ভিসও একই দাবি ভবনের নীচতলার চুমুক নামের চা-কফির দোকান থেকেই আগুনের সূত্রপাত। ভবনে নিচ তলায় আগুন লাগার পর তা নেভানোর চেষ্টা করছেন কেউ কেউ। স্থানীয়দের ব্যক্তিদের করা এমন একটি ভিডিও সংগৃহ করেছে ফায়ার সার্ভিস। যে ভিডিওটি তদন্তের বড় আলামত হিসাবে সংরক্ষণ করা হয়েছে।