বিয়ানীবাজারে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
বিয়ানীবাজার উপজেলা পৌর বিএনপির আয়োজনে শুক্রবার বিকাল ৪টার সময়, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিয়ানীবাজার পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান রুমেল এর সভাপতিত্বে, বিয়ানীবাজার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী, সিলেট-৬ আসনের ফয়সাল আহমদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলার বিএনপির সভাপতি এ্যাডভোকেট আহমদ রেজা, বিশেষ অতিথি,উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।
এসময় সাবেক যুক্তরাজ্য বি.এন. পি নেতা,বর্তমান বিয়ানীবাজার উপজেলার বি.এন. পি নেতা বিশিষ্ট সমাজসেবক, সামছ উদ্দিনের উদ্যোগে নজমুল ইসলামের পরিচালনায়, বিশাল একটি র্যালি,ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও পতাকা নিয়ে
আরো উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হন।