ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

বিশ্বনাথে বিএনপি’র নেতাকর্মীদের মিলনমেলা ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া অনুষ্ঠিত

রোহেল উদ্দিন, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ ও সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার পারিবারিক অনুষ্ঠানে বিএনপি ও সুধীজনদের উপস্থিতিতে নেতাকর্মীদের মিলনমেলায় রুপ নেয়। গতকাল রোববার (৬ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামস্থ বড় বাড়িতে আয়োজিত পারিবারিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণ করে নেন অলংকারী ইউনিয়নবাসী।
বর্ণিল রুপে সাজিয়ে তুলা আয়োজকদের এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এলাকাবাসী ও বিএনপি সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন সৎপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ‘জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের’ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষাবীদরা উপস্থিত ছিলেন। এই আয়োজন বিএনপির স্থানীয় নেতৃত্বের সাংগঠনিক শক্তি ও জনগণের সঙ্গে তাদের সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবেও দেখা হয়েছে।
অনুষ্ঠানে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘জনতার নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান এখনও মিলেনি। আমরা বিশ্বাস করি সবার দোয়ায় তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন। আর বর্তমানে তার অনুপস্থিতিতে আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে চলার শক্তি যোগায়। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সুন্দর দেশ ও সমাজ গঠনে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। অনুষ্ঠান শেষে তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এব্যাপারে অনুষ্ঠানের আয়োজক পরিবারের সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তাঁর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনাই আমাদের জন্য প্রেরণার উৎস। তাঁর নেতৃত্বে বিএনপির তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল স্থানে নতুন গতি সঞ্চার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বনাথে বিএনপি’র নেতাকর্মীদের মিলনমেলা ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় :

যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ ও সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার পারিবারিক অনুষ্ঠানে বিএনপি ও সুধীজনদের উপস্থিতিতে নেতাকর্মীদের মিলনমেলায় রুপ নেয়। গতকাল রোববার (৬ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামস্থ বড় বাড়িতে আয়োজিত পারিবারিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণ করে নেন অলংকারী ইউনিয়নবাসী।
বর্ণিল রুপে সাজিয়ে তুলা আয়োজকদের এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এলাকাবাসী ও বিএনপি সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন সৎপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ‘জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের’ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষাবীদরা উপস্থিত ছিলেন। এই আয়োজন বিএনপির স্থানীয় নেতৃত্বের সাংগঠনিক শক্তি ও জনগণের সঙ্গে তাদের সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবেও দেখা হয়েছে।
অনুষ্ঠানে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘জনতার নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান এখনও মিলেনি। আমরা বিশ্বাস করি সবার দোয়ায় তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন। আর বর্তমানে তার অনুপস্থিতিতে আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে চলার শক্তি যোগায়। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সুন্দর দেশ ও সমাজ গঠনে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। অনুষ্ঠান শেষে তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এব্যাপারে অনুষ্ঠানের আয়োজক পরিবারের সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তাঁর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনাই আমাদের জন্য প্রেরণার উৎস। তাঁর নেতৃত্বে বিএনপির তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল স্থানে নতুন গতি সঞ্চার হয়েছে।